প্রশান্ত বারিক
তিলোত্তমা
প্রশান্ত বারিক
একদিন সিড়ীতলে চন্দ্র বোড়া দেখে
ভয় পেয়েছিলে তুমি ।
এখন দ্যাখো
ঘুমন্ত নগরীর আলো অন্ধ ঘরে বন্দী
তোমাকে ঘিরে ধরেছে
রক্তলোলুপ ভাড়াটে ধর্ষকও খুনির দল...।।
আনজান অন্ধকারের কী রহস্য জেনেছিলে তুমি ?
তোমার ছেঁড়াখোঁড়া লাশের উপর দাঁড়িয়ে
রক্তচোষা রাক্ষসীর খিল খিল অট্টহাসি
বাংলার ভাতাভূখ্ রমনীরা শুনতে পাচ্ছে কি ?

পাঠকের মতামতঃ